লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৭ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজী থেকে আরও ১৭৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজী থেকে ১৭৭ জন বাংলাদেশি নাগরিককে ৩০ এপ্রিল দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যবসিত অভিবাসীদের মধ্যে ২৫ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ১৫২ জন বিপদগ্রস্ত অবস্থায় লিবিয়ার পূর্বাঞ্চল ও বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে ১৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
প্রত্যবসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড২২২) ফ্লাইটযোগে বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যবসিত অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) এবং মিনিস্টার (শ্রম) উপস্থিত ছিলেন।
এনআই/এমএন