‘সরকারের কাছে গণতন্ত্র ও সাম্যের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি’

মে দিবসে পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে শ্রমিকদের ঐতিহাসিক লড়াই স্মরণ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) বলেছে, অন্তর্বর্তী সরকারের কাছে গণতন্ত্র ও সাম্যের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। বরং এই সরকার বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থার ত্রুটি মেরামতের দিকেই বেশি মনোযোগী, যা শ্রমিক সমাজের হতাশা বাড়িয়েছে।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন সংগঠনটির নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন টাফ সভাপতি ফয়জুল হাকিম। বক্তব্য দেন- শ্রমিক নেতা মো. রফিক আহমেদ, মো. আসাদুল্লাহ ও মো. মোসলেম উদ্দিনসহ অনেকে।
শ্রমিক নেতারা বলেন, গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বে। তখন আশা করা হয়েছিল, এই সরকার জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সরকার কেবল পুরোনো পুঁজিবাদী ব্যবস্থার ভাঙা অংশগুলো মেরামতের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
আরও পড়ুন
শ্রমিক নেতা মো. রফিক আহমেদ বলেন, ১৫-১৬ বছর ধরে ভারতের মদদপুষ্ট ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক, জনতা, গণতান্ত্রিক দল ও জোটগুলো আন্দোলন করেছে। অনেকে গুম হয়েছেন, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। বিরোধী মতের লাখ লাখ মানুষ কারাগারে গেছেন বা মামলার ভয়ে ঘরছাড়া হয়েছেন। আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার এসব অনাচারের অবসান ঘটাবে। কিন্তু এখনো তা হয়নি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিন, শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি বাস্তবায়ন করুন এবং সমাজে প্রকৃত সাম্য ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করুন।
আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে সমাবেশে বক্তারা বলেন, এ বছর আমরা যখন মে দিবস পালন করছি, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল প্রায় ৭২ বছর ধরে ফিলিস্তিনি জনগণের নিজস্ব আবাসভূমি দখল করে রেখেছে এবং তাদের উচ্ছেদ করছে। বিশ্বের নানা প্রান্তে জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে মানুষ এই বর্বরতার বিরুদ্ধে রাস্তায় নামছে।
তারা বলেন, সাধারণ মানুষ প্রমাণ করেছে, গাজায় গণহত্যার প্রতিবাদ করতে মুসলমান হতে হয় না। এমনকি তেলআবিবেও ইসরায়েলের কমিউনিস্ট পার্টি ও শ্রমিক শ্রেণির প্রতিনিধিরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।
সভা শেষে শ্রমিকদের একটি মিছিল প্রেস ক্লাব এলাকা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
টিআই/এমএ