ঢাকা-চট্টগ্রামসহ ৫ জেলায় বিকেল পর্যন্ত বজ্রপাতের সতর্কতা

ঢাকা ও চট্টগ্রাম বিভাগসহ মোট ৫টি জেলায় আজ বিকেল পর্যন্ত বজ্রপাতের তীব্র সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বেলা পৌনে ১২টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এসময়ের মধ্যে এসব এলাকায় অধিক গতিবেগে ঝড়-বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা এই সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এরও বেশি গতিবেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।
এই পরিস্থিতিতে নিরাপদে থাকার জন্যও বিশেষ নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রপাতের সময় ঘর ছেড়ে বের না হওয়ার এবং জানালা-দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নিরাপদ আশ্রয়ে থাকার, গাছের নিচে আশ্রয় না নেওয়ার, কংক্রিটের মেঝেতে না শোয়া এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বজ্রপাতের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখার এবং জলাশয় থেকে দ্রুত উঠে আসার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকার পাশাপাশি শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করার কথাও বলা হয়েছে সতর্কবার্তায়।
আরএইচটি/এসএম