দারিদ্র্য দূরীকরণে কাজ করছেন প্রধানমন্ত্রী

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য দূরীকরণে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। নিজের জন্য নয়, তিনি বাংলার মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন।
শুক্রবার (৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত গ্রীষ্মকালীন ফল উৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি বিষয়ের সঙ্গে যুক্ত। সব জায়গায় তার ছোঁয়া আছে। পশ্চাৎপদ মানুষের নিকট তিনি মায়ের মমতা নিয়ে এগিয়ে যান।
তিনি বলেন, দেশ গঠনে সহায়ক শিক্ষা ও সুস্থতার জন্য প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করেছেন। তার নেতৃত্বে দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা নির্মাণ করব।
জুম বাংলাদেশ-এর সভাপতি রুহুল আমিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাব-৪ এর পরিচালক মো. মোজাম্মল হক, প্রধান উপদেষ্টা মো. খালেদ হুসাইন এবং সহসভাপতি জেরিন সুলতানা।
অনুষ্ঠানে দেড়শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ৯ ধরনের ফলের প্যাকেট প্রদান করা হয়। সুবিধাবঞ্চিত শিশুরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।
এইউএ/আরএইচ/জেএস