চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নাছির মোল্লা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকার মাস্টার আজিজুর রহমানের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন- মোহাম্মদ মোরশেদ (৩৫) ও আকতার হোসেন (৫০)। তারা দুজনেই লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এমআর/এমজে