দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। এর মধ্যে রোববার (১১ মে) দুপুরের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তাতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে রাজধানী ঢাকায় এখনও বৃষ্টির দেখা মেলেনি।
জানা গেছে, দুপুরের পর জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে কালবৈশাখি ঝড়ে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, আজ শনিবারের (১০ মে) তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ঢাকায় রেকর্ড করা হয় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের সর্বোচ্চ।
আরও পড়ুন
অন্যদিকে, সোমবার (১২ মে) কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। যার প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময়ে চলমান তাপপ্রবাহ সারা দেশের কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।
জেডএস