চট্টগ্রামে সিএজি কার্যালয়ে চার দিনব্যাপী সেবা কার্যক্রম শুরু

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম।
সোমবার (১২ মে) চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয় এবং এ সেবা চলবে ১৫ মে পর্যন্ত।
জানা যায়, এ কার্যক্রমের আওতায় পেনশনারদের লাইফ ভেরিফিকেশন এবং লাইফ ভেরিফিকেশন অ্যাপস সম্পর্কে অবহিত করা হচ্ছে। একইসঙ্গে ওয়ানস্টপ সার্ভিস, হেল্পডেস্ক, কল সেন্টার ও অফিসিয়াল ওয়েবসাইট সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণে প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি বিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে। পুনঃস্থাপিত পেনশন ও প্রতিবন্ধী সন্তানের পেনশন প্রাপ্যতা ও করণীয় সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা এস. এম. মনজুর আহমেদ বলেন, নানা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের (ডিডিও) জন্য অনলাইনে সামারি বিল দাখিল ও প্রযোজ্য কাগজপত্র সংক্রান্ত পরামর্শ, সরকারি কর্মচারীদের বেতন বিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি ইত্যাদি সেবাও দেওয়া হচ্ছে। পাশাপাশি জিপিএফ হিসাব খোলা, নমিনি এন্ট্রি ও পরিবর্তন, জিপিএফ অগ্রিম গ্রহণ ও চূড়ান্ত পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও আইবাস সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।
এমআর/এসএসএইচ