প্রতারণার বিষয়ে বিপিডিবির সতর্কবার্তা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্যের (প্রশাসন) পরিচয় ব্যবহার করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের তথ্য চাওয়া হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সতর্কবার্তা জানিয়েছে বিপিডিবি।
সোমবার (১২ মে) এক বার্তায় জানানো হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অজানা অচেনা নাম্বার থেকে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে নানা রকমের কল আসছে। বিশেষ করে সদস্য (প্রশাসন) পরিচয় ব্যবহার করে কিছু অসাধুচক্র, বিপিডিবির কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিকাল ও অন্যান্য তথ্য চেয়ে যোগাযোগের জন্য ফোন করছে।
বার্তায় এ ধরনের ফোনকলে ভীত বা বিভ্রান্ত না হতে এবং সবাইকে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
ওএফএ/জেডএস