যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানী যাত্রাবাড়ী থানার কোনাবাড়ি এলাকায় নাগরিক পরিবহন নামে একটি বাসের ধাক্কায় দুলাল মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক রফিকুল ইসলাম ভুঁইয়া।
তিনি বলেন, সকালের দিকে রিকশা চালিয়ে দুলাল মিয়া কোনাপাড়া দিয়ে ডেমরা রোডে যাওয়ার সময় নাগরিক পরিবহনের একটি বাসের ধাক্কায় মারা যান। পরে আমরা মরদেহ উদ্ধার করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় ঘাতক বাস চালক ও বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, তার বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী থানা এলাকায়। তিনি ওই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ী থানার শনিআকড়া এলাকায় থাকতেন।
এসএএ/এমএন