বংশালের ফুটপাতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

রাজধানীর বংশালের নর্থ সাউথ রোডের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে মৃতের নামপরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে বংশালের নর্থ সাউথ রোড আল আরাফাহ ব্যাংকের সামনের ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই।
তিনি আরও জানান, প্রযুক্তির সহায়তায় মৃতের নামপরিচয় জানার চেষ্টা চলছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি অসুস্থতার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
এসএএ/এমজে