এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার সময় ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার সময় রাজধানীর ওয়ারী থানার টিকাটুলি ব্রিজের নিচে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ আলী(১৮) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আঞ্জুমান রিদওয়ান রহমান টেকনিক্যাল ইনস্টিটিউটের আহত শিক্ষার্থী মোহাম্মদ আলী জানান, আজ আমাদের ব্যবহারিক পরীক্ষা ছিল। আমি কমলাপুর রেলওয়ে হাই স্কুল কেন্দ্র থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে টিকাটুলি ব্রিজের নিচে আসলে অজ্ঞাত ১৪ থেকে ১৫ জন যুবক আমাকে মারপিট করে এবং আমার পেটের বাম পাশে ছুরি ঢুকিয়ে দেয়। কী কারণে এ ঘটনা ঘটলো? কোনো ঝামেলা বা কথা কাটাকাটির ঘটনা আছে কিনা এসব প্রশ্নের উত্তরে সে জানায় আমার সাথে কারো কোনো সমস্যা নেই।
সে আরও জানায়, আমার বাসা পশ্চিম ধোলাইপাড় হাই স্কুলের পাশে। আমাদের বাড়ি খুলনা জেলার খালিশপুর থানা এলাকায়। সে ওই এলাকার কামরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠু আহমেদ জানান, আমি পাশেই ডিউটি করছিলাম। হঠাৎ জানতে পারি এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে। পরে আমি ঢাকা মেডিকেলে এসেছি। প্রাথমিকভাবে আমি যতটুকু জানতে পেরেছি বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় অথবা পরীক্ষা শেষে বের হয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। আজকে ওই শিক্ষার্থীকে একা পেয়ে ছুরিকাঘাত করে। তবে কোন স্কুলের শিক্ষার্থী বা কারা ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে তা জানতে পারিনি। তবে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
এসএএ/এসআইআর