জাতীয় নগর নীতি পুনর্গঠনের নির্দেশ উপদেষ্টা পরিষদের

জাতীয় নগর নীতি ২০২৫— পুনর্গঠন করতে বলেছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যের নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের সমন্বয়ে গঠিত কমিটি থেকে প্রস্তাবিত জাতীয় নগর নীতি ২০২৫ পুনর্গঠন করতে হবে। স্থানীয় সরকার বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা করবে।
আরও পড়ুন
পুনর্গঠিত খসড়া নীতি পুনরায় উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করতে হবে বলেও এতে বলা হয়েছে। এছাড়া বৈঠকে লোক্যালি লেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক (এলএলএএফ)-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রক্রিয়ায় স্থানীয় পর্যায়ের অগ্রাধিকার ও সক্ষমতাকে অন্তর্ভুক্ত করে অভিযোজন পরিকল্পনা ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে একটি সুসংহত কাঠামো প্রণয়ন জরুরি। এ বিবেচনায় লোক্যালি লেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক (এলএলএএফ)- এর খসড়া উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে।
এসএইচআর/এমজে