সবুজায়নে ৩১তম অল বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ শীর্ষক স্লোগানকে সামনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন।
শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশ বেতার ভবনের আঙ্গিনায় ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ করে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘বর্তমানে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চলমান। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে একটি বাসযোগ্য পৃথিবী নির্মাণের লক্ষে আজ বৃক্ষরোপণ করছি, আমাদের এ কর্মসূচি মাসব্যাপী চলবে’।
সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজল বলেন, ‘৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রতিবছর বৃক্ষরোপণ করে আসছে, যা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে।’
বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত কর্মকর্তারা ঘোষণা করেন, তাদের এ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে। ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন ঢাকার অদূরে কিছু গ্রামে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করবে।
বিশ্ব পরিবেশ দিবসে আজকের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ভবনের প্রশাসন ও অর্থ মো. আল-আমিন খান, বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক, মুহাম্মদ শরীফুল কাদের, তথ্য ক্যাডার মাহফজুল ইসলাম, মো. আবু নাসের, শেখ রাসেল, মো. দুলাল হোসাইন, মো. নাজমুল হাসান, ইফতেখার হোসেন, প্রশাসন ক্যাডার হাসানুজ্জামান; পরিবার পরিকল্পনা ক্যাডার সবুজ হাওলাদার, পুলিশ ক্যাডার মুহিত কবির সেরনিয়াবাত ও মুহিত চৌধুরী, শিক্ষা ক্যাডার এম. এ. বাসার, কৃষি ক্যাডার কবির জুয়েল ও শুভ দাস, ট্যাক্স ক্যাডার মো. নাজমুল ইসলাম ও মেহেদী মাসুদ ফয়সাল, স্বাস্থ্য ক্যাডার রহমান শুভ্র, পিআইডব্লিউটিএ ক্যাডার মো. হারুনুর রশীদ, পররাষ্ট্র ক্যাডার হাসান আব্দুল্লাহ।
৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা শুরু থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছেন। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশের আটটি বিভাগে সহায়-সম্বলহীন আট পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন তারা। এছাড়াও, গত ঈদুল ফিতরে এতিম ও ছিন্নমূল পথশিশুদের নতুন জামা-কাপড়, ঈদসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
এনএম/আরএইচ