মা দিবসে গাইনোকলজিস্ট মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠান

মা দিবস উপলক্ষ্যে দেশের গাইনোকোলজিস্ট মায়েদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘ডি-জেস্ট প্রেসেন্ট রত্নধারিণী’।
একমির গাইনোকেয়ারের পৃষ্ঠপোষকতায় এবং দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনায় রোববার (১৮ মে) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফারহানা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডা. হালিদা হানুম আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. সামিনা চৌধুরী এবং অধ্যাপক ডা. রওশন আরা বেগম।
অনন্য এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশের গাইনোকোলজিস্ট মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন—যারা একদিকে রোগীর সেবা ও অন্যদিকে পরিবারের প্রতি কর্তব্য পালনের ভার বহন করে চলেছেন। তাদের এই দ্বৈত ভূমিকা, আত্মত্যাগ এবং ভারসাম্যের কাহিনি তুলে ধরতে অনুষ্ঠানে প্রচারিত হয় মা দিবস বিশেয়ক বিশেষ ভিডিও, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ জিয়াউদ্দিন এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. ফেরদৌস খান।
এ ছাড়া অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গাইনোকোলজিস্টরা এতে অংশগ্রহণ করেন এবং নিজেদের জীবনের গল্প, সংগ্রাম ও অর্জন ভাগ করে নেন।
মা দিবস উপলক্ষ্যে ‘ডি-জেস্ট রত্নধারিণী’ শীর্ষক দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এমন একটি উদ্যোগ চিকিৎসা পেশায় নারীদের অবদানকে সম্মান জানানোর পাশাপাশি সবার মাঝে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
গাইনোকোলজিস্ট মায়েদের প্রতি এই শ্রদ্ধা ও স্বীকৃতির ধারাবাহিকতায় একমি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের পাশে থাকবে এবং তাদের অনন্য ভূমিকাকে সম্মান জানাতে সক্রিয় ভূমিকা পালন করবে।
এআইএস
