নগর ভবনের গেটে মঞ্চ করে ইশরাকের অনুসারীদের গান ও জাদু প্রদর্শনী

আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। আজও সকাল থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান করছেন ইশরাকের অনুসারীরা।
মঙ্গলবার (২০ মে) ডিএসসিসি নগর ভবনের গেটে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করেছেন ইশরাকের অনুসারীরা। সেখানে চলছে জাদুর প্রদর্শনী। পাশাপাশি অস্থায়ী মঞ্চে বিভিন্ন শিল্পীকে গান পরিবেশ করতেও দেখা যায়।
আরও পড়ুন
এ দিন সকাল থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান।
এদিকে ইশরাকের অনুসারীদের অবস্থানের কারণে গুলিস্তান-বঙ্গবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। যার কারণে আশপাশের সড়কেও যানজট দেখা দিয়েছে। শুধু তাই নয়, নগর ভবনের গেট বন্ধ করে অবস্থান নেওয়ায় নগর ভবন কেন্দ্রিক সব ধরনের নাগরিক সেবাও বন্ধ রয়েছে। যার কারণে দুর্ভোগে পড়ছেন নগরবাসী।
এএইচআর/এসএসএইচ