সারাদেশে সরকারি ১৪ হাসপাতালে বন্ধ আইসিইউ সেবা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
শিক্ষাঙ্গনে অস্থিরতা, নেই পরিকল্পিত সমাধান
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক অস্থিরতা দেখা যাচ্ছে। কোথাও উপাচার্য অপসারণ, কোথাও নাম পরিবর্তনের দাবি, আবার কোথাও আবাসন-সংকটের মতো বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। এক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থামে তো আরেকটিতে শুরু হয়। বেশ কিছু দিন ধরে অন্তত পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনের বিরুদ্ধে অনাস্থাসহ ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতাও। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা।
দেশ রূপান্তর
xসেই ১০ বছর আগে বেতন বেড়েছে। তারপর আর খবর নেই। অথচ কথা ছিল ফি বছর মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বাড়ানো হবে। এজন্য গঠন হবে স্থায়ী পে কমিশন। কিন্তু কিছুই হয়নি। বেতন নিয়ে জনপ্রশাসন সচিব একটা বলেন তো, অর্থ উপদেষ্টা বলেন তার উল্টোটা। এই গড়িমসি বা ঢিলেমি কর্মচারীদের মনে হতাশা সৃষ্টি করেছে। ভাতা, বেতন, রেশনের অপ্রাপ্তির যন্ত্রণার সঙ্গে মিশেছে সংস্কারের ভয়ও। এ ভয় জয় করে মাঠ গরম করার দিকে ঝুঁকছেন সরকারি কর্মচারীরা।
একেকটা সংগঠন একেক দিক থেকে কর্মসূচি দিচ্ছে। পাওয়ার হাউজ সচিবালয়ের বাইরে মাঠ গরম করছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। খোদ সচিবালয়ের ভেতরে আছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। এসব সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে এনবিআর সংস্কার ঐক্যপরিষদ।
আজকের পত্রিকা
সুচিত্রা সেনের নাম বাদ দিয়ে ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাস
মহানায়িকা সুচিত্রা সেনসহ শেখ হাসিনা পরিবারের সদস্যদের নাম বাদ দিয়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নতুন নামকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার হলগুলোর নতুন নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া।
হলগুলো হলো শেখ রাসেল ছাত্রাবাস পরিবর্তিত নাম বিজয় ২৪ ছাত্রাবাস, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস পরিবর্তিত নাম আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাস পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাস নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
প্রথম আলো
মৎস্যঘের স্থাপনে নীতিমালা না মানায় বাড়ছে সংকট
যশোরের জলাবদ্ধ ভবদহ এলাকায় মাছের ঘের তৈরি শুরু হয় দুই দশক আগে। পানির সহজলভ্যতায় দেড় দশক আগে তা ব্যাপকভাবে প্রসারিত হয়। কিন্তু নদী ও খাল ভরাট হয়ে ঘেরের পানিনিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে যায়। বর্ষায় ঘের এলাকা প্লাবিত হয়ে জীবনযাত্রা অচল হয়ে যায়। এমন পরিস্থিতিতে ঘের স্থাপনে নীতিমালা তৈরি করে নিবন্ধনের ব্যবস্থা করেছে সরকার। কিন্তু ঘেরমালিকেরা সেই নীতিমালা মানছেন না। অনেকে বিষয়টি জানেনও না। এতে ভবদহের জলাবদ্ধতার সংকট আরও প্রকট হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভবদহ এলাকায় ১২ হাজার ৯৮৬ হেক্টর জমিতে ১৮ হাজার ২৪০টি মাছের ঘের আছে। এর মধ্যে মাত্র ৩২ জন ঘেরের নিবন্ধন করেছেন। নিবন্ধনের আবেদন করেছেন মাত্র ২০ জন। বাকিরা এখনো নিবন্ধনের বাইরে।
কালের কণ্ঠ
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি—এই দুই ইস্যুতে সরকারকে চেপে ধরার কৌশল নিয়েছে বিএনপি। এর মাধ্যমে দলটি তাদের রাজনৈতিক শক্তি দেখানোর পাশাপাশি সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনও জোরদার করতে চায়। তবে এখনই কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হোক—সেটাও চায় না দলের উচ্চ মহল।
ইশরাক ও সাম্য ইস্যুতে আন্দোলন জোরদার করতে গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নীতিনির্ধারকরা।
সমকাল
সারাদেশে সরকারি ১৪ হাসপাতালে বন্ধ আইসিইউ সেবা
দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টে ভুগছিলেন চান্দু মিয়া। জটিলতা বাড়ায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসক। তবে এই হাসপাতালে আইসিইউ সেবা চালু না থাকায় সাধারণ ওয়ার্ডে ঝুঁকি নিয়ে চলছিল তাঁর চিকিৎসা।
এটি গত রোববারের ঘটনা। গতকাল মঙ্গলবারও আইসিইউ সেবা চালু হয়নি। এমন পরিস্থিতি শুধু সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নয়; লোকবল না থাকায় সোহরাওয়ার্দীসহ দেশের বড় ১৪টি সরকারি হাসপাতালে আইসিইউ সেবা বন্ধ রয়েছে। এতে গত চার মাসে প্রায় ১৪ হাজার রোগী প্রাণরক্ষার মতো গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতিদিন অন্তত ৫০ জনের এমন জরুরি সেবা প্রয়োজন হয়। কিন্তু সেবা মেলে না। এর মধ্যে যাদের সামর্থ্য আছে, তারা বেসরকারি হাসপাতালে গিয়ে আইসিইউ সেবা নেন। দরিদ্র রোগীরা টাকার অভাবে এ সেবা নিতে পারেন না।
যুগান্তর
আসন সীমানায় বড় পরিবর্তনের চিন্তা
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ জোরশোরে এগিয়ে আনছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন আটকে থাকার পর সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত আইন সম্প্রতি সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। ওই অধ্যাদেশ জারির পরে এ কাজে গতি ফিরেছে। আগামী নির্বাচনে ৩০০টি আসনই বহাল থাকবে এবং বিদ্যমান আইন অনুসরণ করে সীমানা পরিবর্তন করতে যাচ্ছে ইসি। রাজনৈতিক ঐকমত্যের সিদ্ধান্ত না আসায় এই মুহূর্তে সংস্কার কমিশনের প্রস্তাব খুব একটা গুরুত্ব পাচ্ছে না। তবে সীমানা পরিবর্তনের দাবিতে ইসিতে জমা হওয়া আবেদন, সর্বশেষ প্রকাশিত জনশুমারি এবং প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বণিক বার্তা
খাবারের দাম-মান নিয়ে অসন্তোষ কাটেনি স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
বিগত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো ছাত্রলীগ নেতাকর্মীদের দখলে ছিল। এমনকি তারা ক্যান্টিন ও ডাইনিংগুলোয় চাঁদাবাজি করতেন, যার প্রভাব পড়ত খাবারের মান ও দামে। গত বছরের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অবস্থার কিছুটা উন্নতি ঘটে। ৫ আগস্ট-পরবর্তী কিছুদিন ক্যান্টিনগুলোয় খাবারের মান ও দাম সন্তোষজনক পর্যায়ে থাকলেও এখন আবার আগের অবস্থায় চলে গেছে। ক্যান্টিন মালিকদের অতি মুনাফালিপ্সা ও অসাধুতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদারকির অভাবে এমনটি ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
কালবেলা
শিশুদের হাতে হাতে নিম্নমানের বই
চলতি শিক্ষাবর্ষে ৪০ কোটির বেশি বিনামূল্যের বই ছাপিয়ে স্কুলে স্কুলে পাঠানো হয়েছে; কিন্তু দরপত্রের স্পেসিফিকেশন (নির্ধারিত মান) অনুযায়ী ছাপানো হয়নি এমন অভিযোগে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করে সরকার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নেতৃত্বে দুটি পরিদর্শন সংস্থা ও দুটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত ৩২টি দল ৬৪ জেলায় অভিযান চালায়। এতে ৪০ কোটি বইয়ের মধ্যে প্রায় ৮ কোটিই নিম্নমানের গেছে এমন তথ্য মিলেছে। যেসব প্রিন্টার্সের (মুদ্রণ প্রতিষ্ঠান) বই নিম্নমানের, তাদের বিল আটকে দেওয়াসহ কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত আসতে পারে।
