পশুবাহী যানবাহন ওজন স্কেল মেশিনের আওতামুক্ত থাকবে : সেতু বিভাগ

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুবাহী যানবাহনগুলো ওজন স্কেল মেশিনের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে সেতু বিভাগ। একইসঙ্গে পশুবাহী গাড়ি ও যাত্রীদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
বুধবার (২১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষ্যে যাত্রীসাধারণের যাতায়াতকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। এছাড়া সেতু বিভাগের আওতাধীন বিভিন্ন সাইট অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসন, রেঞ্জ পুলিশ, সিএমপি ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
সভায় সেতু সচিব ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ সচল রাখার নির্দেশনা দেন, যাতে ইটিসি কার্ডধারী যানবাহনগুলো দ্রুত ও নির্বিঘ্নে সেতু পার হতে পারে। একইসঙ্গে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে টোল প্লাজা ও গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলো সার্বক্ষণিক মনিটরিং চালু রাখারও নির্দেশনা দেন।
এছাড়া চলমান প্রকল্পগুলোর কাজ যেন সড়কে বিশৃঙ্খলা না তৈরি করে, সেজন্য অতিরিক্ত জনবল দিয়ে ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ফিটনেসবিহীন বা লাইসেন্সবিহীন যানবাহন যেন চলাচল না করে তা নিশ্চিত করতে মালিক, চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়।
টোল বুথে যথাযথ ভাংতি টাকার সংস্থান রাখার পাশাপাশি, সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাক ঈদের আগে ও পরে ৭ দিন সীমিত চলাচল এবং ঈদের তিন দিন আগে থেকে সম্পূর্ণ বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। তবে খাদ্য, ওষুধ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চলাচল অব্যাহত থাকবে।
এমএইচএন/এসএম