বৃহস্পতিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য সোনারগাঁও পৌরসভা এবং এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- পৌর ভবনাথপুর, সাহাপুর, রামকৃষ্ণপুর, উদ্ধবগঞ্জ, বৈদ্দ্যের বাজার, নোয়াইল, ভট্টপুর, অর্জুন্দি, ইছাপারা, হাতকোপা, ত্রিপরদী, বড়নগর, সাদিপুর, বাড়ি মজলিশ, হাবিবপুর, পিরোজপুর, দমদমা, আষাড়িয়ারচর, জৈনপুর, মল্লিকপাড়া, সোনাখালী ও দড়িকান্দি।
আরও পড়ুন
এছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওএফএ/এমএসএ