ড. ইউনূসের কালো কুর্তার রহস্য উন্মোচন করলেন প্রেস সচিব

প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালো কুর্তা পরার কারণ ব্যাখ্যা করেছেন প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, আমরা তখন কাতারে ছিলাম, যেখানে অধ্যাপক ইউনূস ‘আর্থনা সামিট’-এ অংশ নিচ্ছিলেন। কাতারে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পাই।
প্রেস সচিব বলেন, আমাদের সফরের দ্বিতীয় দিনে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করা হয় এবং প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে প্রবলভাবে দাঁড়ানো একজন মহান ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানাতে সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন
তিনি বলেন, সমস্যাটা হলো অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কালো পোশাক, বিশেষ করে কালো স্যুট পরা প্রয়োজন হয়। কিন্তু অধ্যাপক ইউনূস বহু বছর আগে স্যুট পরা বন্ধ করে দিয়েছেন।
প্রেস সচিব বলেন, তিনি যেখানেই যান, বাংলাদেশে তৈরি গ্রামীণ চেকের কুর্তা পরেন। আমরা দেখলাম, তার কাছে একটি কালো কোটি আছে, কিন্তু কালো কুর্তা নেই।
তিনি জানান, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারীরা দোহায় বিভিন্ন মার্কেটে কালো কুর্তা খুঁজেছেন, কিন্তু যা পান, তা ছিল অত্যন্ত দামী।
এরপর তারা সাধারণ মার্কেটের দিকে যান, এমন একজন দরজি খুঁজে বের করতে যিনি কয়েক ঘণ্টার মধ্যে কালো কুর্তা সেলাই করতে পারবেন। ‘কিন্তু তাতেও কোনো কাজ হলো না।’
শফিকুল আলম বলেন, পরে আমরা এমন একটি দোকান পাই যেখানে ভারতীয় উপমহাদেশ থেকে আসা একজন দরজি অধ্যাপক ইউনূসকে চিনতেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কালো কুর্তা তৈরি করতে রাজি হন।
তিনি বলেন, এর খরচ হয়েছিল বাংলাদেশি টাকায় ৫,০০০।
এমএসএ
