ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে পদায়নের দাবি

স্বাস্থ্য সংস্কার কমিশন কর্তৃক বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের অন্তর্ভুক্তিকরণ ও ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে নিয়োগ ও পদায়নের দাবি জানানো হয়েছে।
শনিবার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন কর্তৃক স্বাস্থ্য সংস্কার কমিশন প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক এক সেমিনারে বক্তারা এ দাবি জানান।
সেমিনারে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে মনিরুল ইসলাম প্রমুখ।
সেমিনারে জানানো হয়, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের সংজ্ঞায়িত করা হলেও, ফিজিওথেরাপিস্টদের মেডিকেল টেকনোলজিস্ট বা এলাইড হেলথ প্রফেশনালদের অন্তর্ভুক্ত করার অপচেষ্টা করা হয়েছে, যা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের অন্তর্ভুক্তি ফিজিওথেরাপি পেশার সার্বিক উন্নয়নে একটি মাইলফলক। এ আইন কেবল ফিজিওথেরাপি পেশার মানকেই উন্নত করবে না, বরং এর মাধ্যমে এ পেশায় নিয়োজিত পেশাজীবীদের অধিকারও সুরক্ষিত হবে।
এতে আরও জানানো হয়, সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপি চিকিৎসকদের নিয়োগ বিজ্ঞপ্তিতে ১১ বা ১২তম গ্রেডে নিয়োগের প্রস্তাব বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল-বিআরসি কর্তৃক নির্ধারিত মানদণ্ডের সঙ্গে বৈষম্যের সৃষ্টি করে। একজন ফিজিওথেরাপি চিকিৎসকের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ফিজিওথেরাপিতে স্নাতক (বিএসসি ইন ফিজিওথেরাপি)। যা বাধ্যতামূলক ১ বছর ইন্টার্নশিপসহ মোট ৫ বছর মেয়াদি পেশাদার ডিগ্রি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী ফিজিওথেরাপি স্বতন্ত্র পেশা এবং ফিজিওথেরাপিস্টরা স্বাস্থ্য পেশাজীবী, যা তাদের ব্যবস্থাপত্র দেওয়ার ক্ষমতা প্রদান করে। এই ডিগ্রিধারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা এবং দায়িত্ব অন্যান্য প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমতুল্য। তাই, বিআরসির নীতিমালা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসকদের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নবম গ্রেডে নিয়োগ দেওয়া আবশ্যক।
আরও পড়ুন
এসময় সংগঠনটি যেসব প্রস্তাবনা তুলে ধরে সেগুলো হলো-
১. স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অন্তর্ভুক্তিকরণ।
২. বিআরসির নীতিমালা অনুযায়ী, ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে নিয়োগের ব্যবস্থা করা।
৩. সরকারি হাসপাতাল ও বিশেষায়িত ইনস্টিটিউটগুলোতে ফিজিওথেরাপি বিভাগ চালু ও ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে পদায়ন।
ওএফএ/এমএন