ঈদ ঘিরে আবারও সিলেট রুটে এয়ার অ্যাস্ট্রা, প্রতিদিন দুই ফ্লাইট

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে ঢাকা-সিলেট-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু করছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। আগামী ২৯ মে থেকে প্রতিদিন দুইবার করে এই রুটে যাত্রী পরিবহন করবে সংস্থাটি। সাময়িক বিরতির পর আবারও এই রুটে ফিরছে এয়ার অ্যাস্ট্রা, যা সিলেট অঞ্চলের যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২৪ মে) অ্যাস্ট্রা এয়ারওয়েজের উপব্যবস্থাপক (জনসংযোগ) সাকিব হাসান শুভ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা থেকে সিলেটগামী ফ্লাইট প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছাড়বে। অন্যদিকে, সিলেট থেকে ঢাকাগামী ফ্লাইট ছাড়বে সকাল ৮টা ৫০ মিনিট এবং রাত ৮টা ৫০ মিনিটে।
এই রুটে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৬৯৯ টাকা, যা ঈদে ভ্রমণকারী সাধারণ যাত্রীদের জন্য তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সিলেট রুটের গুরুত্ব ও পরিকল্পনা
এ প্রসঙ্গে এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্তব্য। আমাদের যাত্রার শুরু থেকেই এই রুটটি আমরা অগ্রাধিকার দিয়ে দেখে এসেছি। তবে সম্প্রতি কিছুদিনের জন্য আমরা এয়ারক্রাফট স্বল্পতার কারণে সিলেট রুটে ফ্লাইট বন্ধ রেখেছিলাম। এখন থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট চলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, ঈদকে ঘিরে যাত্রীদের যাত্রা যেন আরামদায়ক ও নিরবচ্ছিন্ন হয়, সেটিই এখন আমাদের অগ্রাধিকার। নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তিতার মাধ্যমে আমরা যাত্রীদের সবচেয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।’
আরও পড়ুন
অভ্যন্তরীণ রুটে এয়ার অ্যাস্ট্রার বিস্তৃতি
২০২২ সালের ২৪ নভেম্বর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। খুব অল্প সময়ের মধ্যেই সংস্থাটি দেশের অন্যতম সক্রিয় এবং জনপ্রিয় ডমেস্টিক এয়ারলাইন্স হিসেবে পরিচিতি পায়। বর্তমানে এয়ার অ্যাস্ট্রা ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ৪টি, ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি এবং ঢাকা-সৈয়দপুর রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করছে।
আধুনিক প্রযুক্তির ফ্লিট
সংস্থাটির বহরে বর্তমানে রয়েছে চারটি অত্যাধুনিক এটিআর ৭২-৬০০ মডেলের টার্বোপ্রপ এয়ারক্রাফট। ফ্রান্সে নির্মিত এই বিমানে রয়েছে উন্নত নিরাপত্তা-ব্যবস্থা ও প্রযুক্তিগত আধুনিকতা। এয়ার অ্যাস্ট্রা বলছে, ছোট রানওয়ে ও কঠিন আবহাওয়ায় ফ্লাইট পরিচালনায় এই এয়ারক্রাফটগুলোর দক্ষতা তাদের অপারেশনাল সুবিধা বাড়িয়েছে।
যাত্রীসেবার প্রতিশ্রুতি
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সিইও ইমরান আসিফ বলেন, ‘আমরা দেশের প্রতিটি অঞ্চলের যাত্রীদের জন্য সাশ্রয়ী, নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে চাই। আমাদের লক্ষ্য শুধুই বিমান পরিচালনা নয়—দেশের আকাশপথকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলা।’
তবে ঈদের সময় যাত্রীচাপ বেড়ে যাওয়ায় সময়মতো টিকিট বুকিংয়ের পরামর্শও দিয়েছে এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ।
টিআই/এএমকে