চট্টগ্রামে শুরু হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

চট্টগ্রামে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। সোমবার (২৬ মে) নগরের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
আরও পড়ুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানী লিমিটেডের পরিচালক আলী ইস্পাহানী, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রেক্টর লে. কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী এবং জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। পরে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন বলেন, আগামী প্রজন্মকে বিজ্ঞান চর্চায় এগিয়ে আসতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি জরুরি।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, এই বিজ্ঞান সপ্তাহ শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে অনুপ্রেরণা দেবে।
তিন দিনের এ আয়োজনে মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত হবে প্রকল্প স্টল মূল্যায়ন ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। ২৮ মে অনুষ্ঠিত হবে বিজ্ঞান অলিম্পিয়াড, সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজনে জুনিয়র, সিনিয়র ও বিশেষ-এই তিন বিভাগে মোট ১১৮টি প্রকল্প অংশগ্রহণ করেছে।
এমআর/এআইএস