চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা : জনদুর্ভোগ চরমে

চট্টগ্রামে সোমবার (২৬ মে) দিবাগত রাতে হওয়া ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক সড়কে হাঁটু পর্যন্ত পানি জমে গেছে, এমনকি নিচু এলাকার বসতবাড়ির ভেতরেও পানি ঢুকে পড়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা যায়, নগরের চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ, পাঠানটুলী ও কাপাসঘোলা এলাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। রাস্তার গর্তগুলো পানির নিচে তলিয়ে থাকায় ছোটখাটো দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা হওয়া চট্টগ্রামের জন্য যেন একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সরকার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও এবং সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থায় কর্তাব্যক্তিদের পরিবর্তন হলেও সাধারণ মানুষ জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাচ্ছেন না।
আরও পড়ুন
কাপাসঘোলা এলাকার বাসিন্দা আফসানা বেগম জানান, ঘরের নিচে পর্যন্ত ময়লার পানি ঢুকে পড়েছে। দ্রুত কাপড়চোপড় আর কিছু গুরুত্বপূর্ণ জিনিস উঁচুতে তুলেছি। বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি।
কাতালগঞ্জ এলাকার বাসিন্দা মো. সামির হোসেন বলেন, আমাদের এলাকায় ড্রেনেজ লাইন বন্ধ হয়ে গেছে মনে হয়। প্রতিবার বৃষ্টি হলেই পানি ওঠে।
জানা গেছে, চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার সমস্যা নিরসনে ১৬ হাজার ৭৭১ কোটি টাকার চারটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পগুলোতে খাল পুনঃখনন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রেগুলেটর স্থাপন এবং সড়ক নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। তবে এসব প্রকল্পের আওতাধীন খাল-নালা দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় পড়ে আছে। ফলে কোনো সময় নালায় তলিয়ে, আবার কোনো সময় জলাবদ্ধতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোকজনের মৃত্যুর ঘটনাও ঘটছে।
এমআর/এমজে