অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২৯ মে) নগরের মাদারবাড়ি ও হালিশহর রোডে এই অভিযান চালানো হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদারবাড়ির এস এস ফুডসকে ২৫ হাজার এবং হালিশহর রোডের মদিনা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক জানায়, এস এস ফুডসে নোংরা পরিবেশে কেক ও পাউরুটি তৈরি করা হচ্ছিল। পণ্যের মোড়কে ব্যবহার করা হচ্ছিল অপরিচ্ছন্ন কাগজ। সেখানে মেয়াদোত্তীর্ণ উপকরণও পাওয়া যায়। একই ধরনের অনিয়ম পাওয়া যায় মদিনা বেকারিতেও। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানায় সংস্থাটি
এমআর/এমএ