২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে আরও ১৫১০ জন গ্রেপ্তার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৩৫ জন।
শুক্রবার (৩০ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫৩৫ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৫১০ জনকে।
আরও পড়ুন
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি রিভালবার, ১টি পিস্তল, ১টি এলজি, ৫ রাউন্ড গুলি, ৩টি কার্তুজ, ১টি কুড়াল, ৩টি রামদা, ৩টি ছুরি, ১টি সুইচ গিয়ার ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
এএসএস/এমএসি