সড়কে গণপরিবহন চলাচলে যেসব নির্দেশনা মানতে হবে

আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে চলাচলের জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বিআরটিএ’র সদর কার্যালয় রোববার (৬ জুন) এ নির্দেশনা জারি করেছে।
সংস্থার পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক সংখ্যক যাত্রী পরিবহনসহ বিভিন্ন নির্দেশনার কথা বলা হয়েছে। সড়কে গণপরিবহন চলাচল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো সংক্রান্ত ৬ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে।
আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে চলাচলের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন শর্তসাপেক্ষে চলাচল করতে পারবে। শর্তের মধ্যে রয়েছে- কোনোভাবেই সংশ্লিষ্ট মোটর যানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লিখিত মোট আসন সংখ্যার অর্ধেকের (৫০ শতাংশ) বেশি যাত্রী বহন করা যাবে না। কোনোভাবেই সমন্বয় করা ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ বৃদ্ধি) অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে। পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, অন্যান্য শ্রমিক কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া করোনা সংক্রমণ বিস্তাররোধে সরকারের অন্যান্য নির্দেশাবলী যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
পিএসডি/এসএসএইচ