জমি নিয়ে বিরোধ, চট্টগ্রামে প্রতিপক্ষের রডের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুরুল হক (৬৫) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) দুপুরে পটিয়া পৌরসভার মাঝেরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক ওই গ্রামের মৃত নুরুল আবছারের ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, দীর্ঘদিন ধরে নুরুল হকের সঙ্গে তার চাচাতো ভাই ফজলুল হক ও সিরাজুল হকের পরিবারের জমি ও সড়ক নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজের আগে ওই বিষয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লোহার রড দিয়ে নুরুল হকের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক উল্লাহ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে নুরুল হককে লোহার রড দিয়ে আঘাত করা হলে তিনি মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। নুরুল হকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/এসএসএইচ