সময়ের আগেই শাহজালালে এসআইটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসআইটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পূর্বনির্ধারিত সময়ের আগেই আজ (মঙ্গলবার) দুপুর ২টা ৩০ মিনিটে সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে এসংক্রান্ত সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ঢাকা পোস্টকে জানান, এর আগে জানানো হয়েছিল ৩ জুন দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। তবে যাত্রীসেবা নিশ্চিত করতে বিমানবন্দরের প্রয়োজনীয় প্রস্তুতি, টেকনিক্যাল সমন্বয় এবং সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতার ফলে কার্যক্রমটি নির্ধারিত সময়ের আগেই শেষ করা সম্ভব হয়।
ফলে নির্ধারিত সময়সীমায় এসআইটিএ সার্ভার-নির্ভর চেক-ইন ও অন্যান্য কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। যাত্রীসেবা অব্যাহত রাখতে এসআইটিএ ডিপার্টমেন্ট, এয়ারলাইন্সসমূহ এবং বিমানবন্দরের সংশ্লিষ্ট ইউনিটসমূহের সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
আরও পড়ুন
বিমানবন্দরের তথ্য প্রযুক্তি ও যাত্রীসেবা কার্যক্রমে বিশ্বব্যাপী ব্যবহৃত হয় সোসিয়েট ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস অ্যারোনটিকস বা এসআইটিএ সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে চেক-ইন, ব্যাগেজ হ্যান্ডলিং, ফ্লাইট তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পরিচালিত হয়।
সার্ভারের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে এর কার্যকারিতা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী ৩ জুন তারিখে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়। এ সময় সার্ভার-নির্ভর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখে ম্যানুয়াল পদ্ধতিতে সেবা চালু রাখা হয়।
এআর/এমএ