ইয়াবা বিক্রির সময় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপির লালবাগ বিভাগের গোয়েন্দা। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. সামছু (৬০) ও মোছা. রোকেয়া খাতুন ওরফে রেখা (৩৭)।
বুধবার (৬ জানুয়ারি) ডিএমপির লালবাগ বিভাগের গোয়েন্দার সহকারি পুলিশ কমিশনার মধুসূদন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তাররা কৌশলে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রুজু হয়েছে।
জেইউ/এমএইচএস