কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : ট্রেন চালক পলাতক

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে দুর্ঘটনার কবলে পড়া পর্যটক এক্সপ্রেসের লোকোমাস্টার (ট্রেন চালক) গোলাম রসুল পলাতক রয়েছেন। একই সঙ্গে ট্রেনের সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ এবং গার্ড সোহেল রানা ঘটনার পরপরই সটকে পড়েছেন। তাদের পরিবর্তে নতুন তিনজনকে নিয়ে বিলম্বে ট্রেনটি গন্তব্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার পর ট্রেন চালকসহ তিনজন সটকে পড়েছেন। এই তিনজনের পাশাপাশি দুর্ঘটনার স্থানের অস্থায়ী গেটকিপার মাহবুবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। কার দায় কতটুকু খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত সোয়া ১০টার দিকে কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে দুর্ঘটনার কবলে পড়ে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ট্রেন পর্যটক এক্সপ্রেস। ট্রেনটি সেতুতে আটকে থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার সময় সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে যানজটের সৃষ্টি হয়। ঠিক তখনই কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুর দিকে এগিয়ে আসে। নিয়ম অনুযায়ী, লাইনম্যানের সংকেত নিয়ে ট্রেন সেতুতে ওঠার কথা থাকলেও চালক তা মানেননি। ফলে দুর্ঘটনা ঘটে।
এমআর/জেডএস