ঈদের দিন ঢাকায় বৃষ্টি

বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। সেই সঙ্গে রয়েছে বাতাস। ফলে সকালের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।
শনিবার (৭ জুন) বেলা পৌনে ১২টা নাগাদ রাজধানীর বারিধারা ও বাড্ডা এলাকায় বৃষ্টি নামে।
এদিকে, ঈদের ছুটি থাকায় রাজধানীর সড়কে গণপরিবহন কম দেখা গেছে। ফাঁকা সড়কে চলাফেরায় স্বস্তি মিলছে নগরবাসীর। যদিও সড়কে গণপরিবহনের সংখ্যা কম।

শুক্রবার (৬ জুন) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
জেডএস
