বরিশাল বিভাগে গরু-মহিষের এক লাখ ৬৬ হাজার চামড়া সংরক্ষণ

বরিশাল বিভাগের ছয় জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে এবছর কোরবানির এক লাখ ৬৬ হাজার ৬৯৩ পিস গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করা হয়েছে। এছাড়া এ বিভাগে মোট ১৪ হাজার ৮২৫ পিস ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বরিশাল বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
এ বিভাগে বরিশাল জেলায় ৫৪ হাজার ৪২১টি গরু ও মহিষের চামড়া এবং ৬ হাজার ৮৬৭টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। ঝালকাঠি জেলায় ১১ হাজার ৪ শত ৯৭টি গরু মহিষের চামড়া এবং ১ হাজার ৮১১টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। এ বিভাগের পিরোজপুর জেলায় ১৬ হাজার ৯ শত ৮৬টি গরু মহিষের চামড়া এবং ১ হাজার ৩৮৭ টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। বরগুনা জেলায় ১১ হাজার গরু মহিষের চামড়া এবং ১ হাজার ৪৫৫টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। ভোলা জেলায় ৩৫ হাজার ৭৪৪টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৩০০ শত ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। এছাড়া সবশেষ পটুয়াখালীতে ৩৭ হাজার ৪৫টি গরু মহিষের চামড়া এবং ১ হাজার ৫ টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহকৃত বিনামূল্যের লবন দিয়ে।
উল্লেখ্য, এবছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদ্রাসাসমূহে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিকটন লবণ সরবারহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।
এমএম/এমএ