রাজধানীর সড়কে এখনও স্বস্তির ছোঁয়া

ঈদের ছুটির আনুষ্ঠানিক শেষ না হলেও রাজধানীতে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ঈদের ছুটির শেষদিন ১৪ জুন। তবে তার আগেই অনেকেই ফিরছেন চাকরি, শিক্ষা ও নানা ব্যস্ততা সামনে রেখে। ঘরমুখো মানুষ ফিরতে শুরু করলেও রাজধানীর সড়কগুলোর ব্যস্ততা এখনও শুরু হয়নি।
বুধবার (১১ জুন) সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুপুরের পর থেকে যেসব বাস ছেড়েছে, সেগুলো আসতে শুরু করেছে। এছাড়া যেসব বাস আগে থেকে টার্মিনালে ছিল, ঘরমুখো মানুষদের আনতে সে বাসগুলো বিভিন্ন গন্তব্য ছেড়ে যাচ্ছে। তবে এসব বাসে দুই একজনের বেশি যাত্রী দেখা যায়নি।
বগুড়ার উদ্দেশ্যে একটি খালি বাস চালিয়ে রওনা হচ্ছিলেন চালক শাহিন। তিনি ঢাকা পোস্টকে বলেন, এখন বগুড়ায় যাচ্ছি। ছুটি শেষ না হলেও লোকজন আসতে শুরু করেছে। ওই পাশ থেকে যাত্রী বোঝাই বাস নিয়ে আসবো। কিন্তু এদিক থেকে যাওয়ার সময় একেবারেই খালি যেতে হয়। আসলে এখন তো আসার সময়, তাই এমন হচ্ছে।
ময়মনসিংহ থেকে আসা গোলাম রাব্বি বলেন, ছুটি শেষ, আগামীকাল থেকে আমাদের হোটেল চালু হবে। তাই আজই আসতে হলো। পরের অধীনে কাজ করলে কি আর মনমতো ছুটি কাটানো যায়।
এদিকে রাজধানীর ভেতরের সড়কগুলোতেও রয়েছে এক ধরনের স্বস্তির আমেজ। মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী রেলগেট ও বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সড়কের যান চলাচল স্বাভাবিক এবং অনেকটা যানজটমুক্ত। অনেক মোড়েই সিগন্যাল ছাড়াই পার হতে পারছে গাড়ি। কোথাও আবার মাত্র ২০-৩০ সেকেন্ডের অপেক্ষাতেই পার হচ্ছে যানবাহন।
এদিকে পরিবহন মালিকরা বলছেন, আগামী দুই দিনেই ফিরতি যাত্রার মূল চাপ দেখা যাবে। রাজধানীর ব্যস্ততা পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৩–৪ দিন সময় লাগতে পারে।
আরও পড়ুন
প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি আগামী ১৪ জুন পর্যন্ত হওয়ায় এখন পর্যন্ত রাজধানীমুখী যাত্রা স্বস্তিকর ও শৃঙ্খলাপূর্ণ রয়েছে।
এমএইচএন/এমএন