চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ আটক ২

চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান পরিচালনা করে একটি আমেরিকায় তৈরি পিস্তলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন— মো. পারভেজ ও মোহাম্মদ সাকিব। তারা দুজনই পশ্চিম গুজরা ইউনিয়নের বাসিন্দা।
আরও পড়ুন
পুলিশ জানায়, মাদকবিরোধী ওয়ারেন্ট তামিল অভিযানের সময় খবর আসে, পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়ায় সাহাবুদ্দীন আরিফ নামে একজনের বাড়ির পেছনে কয়েকজন মাদক কারবারি জড়ো হয়েছেন। এরপর রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে।
তল্লাশির সময় পারভেজের কোমর থেকে ‘মেইড ইন ইউ.এস.এ’ লেখা একটি ৭ দশমিক ৬৫ ক্যালিবারের বিদেশি পিস্তল এবং সাকিবের পকেট থেকে একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, গ্রেপ্তার দুই যুবকের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র নেই। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এমআর/এআইএস