‘গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি চলমান থাকবে’

১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের বয়স ও সনদের মেয়াদ শিথিল করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি চলমান থাকবে বলে জানিয়েছেন এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সভাপতি নীলিমা চক্রবর্তী।
রোববার (১৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে দাবিদাওয়া নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়েন তারা। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড ছোড়ে ও লাঠিচার্জ করে।
তাদের দাবিগুলো হলো–
১. ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুসারে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তত একবার আবেদন করার সুযোগ দিতে হবে।
২. ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে।
৩. আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএর সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
আরও পড়ুন
সমাবেশে নীলিমা চক্রবর্তী বলেন, আমাদের এত এত আশ্বাস দেওয়ার পরও কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না? ১৮ মাস ধরে আমরা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে গিয়ে ধরনা দিতে হয়েছে। ১ থেকে ১২তম নিবন্ধনের প্রার্থীরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে, ফলে বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমে এসেছি।
তিনি আরও বলেন, আমরা কিন্তু আজ শান্তিপূর্ণভাবে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। যখন যাত্রা শুরু করি তখন পুলিশ ব্যারিকেডে আটকে দেওয়া হয়। এরপর আমাদের কিছু ভাইবোনদের আহত করা হয়েছে। কেন এই বিশৃঙ্খলা তৈরি করা হলো? শিক্ষা সচিব আমাদের সঙ্গে বসুক, আলোচনা করুক। আমরা শুধু নিয়োগ চেয়েছি, শূন্যপদ রয়েছে, সেখানেই নিয়োগ চাইছি। আমাদের একটাই কথা, সবাইকে নিয়োগের আওতায় নিয়ে আসুন।
ওএফএ/এসএসএইচ