সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে কক্ষে কক্ষে তল্লাশি, সেই ব্যক্তি গ্রেপ্তার

সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে ঢুকে তল্লাশি চালানোর ঘটনায় ভাইরাল হওয়া হান্নান রহিম তালুকদার নামের এক কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) রাতেই তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার একটি গেস্ট হাউসে ক্যামেরা ও বুম হাতে নিয়ে রুমে রুমে গিয়ে অতিথিদের জিজ্ঞাসাবাদ করেন হান্নান রহিম তালুকদার। শনিবার (১৪ জুন) এই পুরো প্রক্রিয়ার একটি ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও তিনি নিজেই নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
আরও পড়ুন
ভিডিওতে দেখা যায়, হান্নান রহিম নিজেকে সাংবাদিক দাবি করে গেস্ট হাউসে প্রবেশ করে একাধিক কক্ষে গিয়ে অতিথিদের নাম, পরিচয় ও আগমনের কারণ জানতে চান। এমনকি কিছু অতিথিকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জেরা করেন তিনি। এক দম্পতিকে বারবার জিজ্ঞাসা করতে দেখা যায়, তারা আদৌ বিবাহিত কিনা।
এই ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা দেখা দেয়। অনেকেই প্রশ্ন তোলেন, একজন ব্যক্তি শুধুমাত্র সাংবাদিক পরিচয়ে এমন অনধিকার প্রবেশ ও ভিডিও ধারণ করতে পারেন কি না।
এ বিষয়ে জানতে চাইলে হান্নান রহিম দাবি করেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তিনি অভিযান পরিচালনা করেছেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, এভাবে কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি কোনো সাংবাদিকের দায়িত্ব নয়। এটি বেআইনি এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল। অভিযুক্ত ব্যক্তি সাংবাদিক দাবি করলেও তিনি আমাদের কোনো সদস্য নন।
জানা গেছে, হান্নান রহিম নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদ-এর সম্পাদক ও CSTV24 নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলে পরিচয় দেন। সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন এবং একাধিক নেতার সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
এমআর/এমএসএ