ঘরে ফিরছেন রুহুল, নতুন চ্যালেঞ্জ কাঁধে নিচ্ছেন সিয়াম

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্বে ইতি টানছেন পেশাদার কূটনীতিক রুহুল আলম সিদ্দিকী। প্রায় মাসখানেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের রুটিন দায়িত্ব পালন শেষে চীন সফরের মধ্য দিয়ে তার দায়িত্ব শেষ হচ্ছে। আর দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে আগামী সপ্তাহের শুরুতে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দিনের সফরে আগামীকাল বুধবার (১৮ জুন) একটি ফোরামে অংশ নিতে চীন সফরে যাওয়ার কথা রয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলমের। তিনি কালই মন্ত্রণালয়ে শেষ অফিস করার পর চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। আর রুহুল আলম আগামী ২০ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাবেন। তার অনুপস্থিতিতে নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব নেওয়ার আগে একদিনের জন্য ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করতে পারেন মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম।
ঢাকা-ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো বলছে, নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্র থেকে আগামী শুক্রবার (২০ জুন) ঢাকায় ফেরার কথা রয়েছে। তিনি আগামী রোববার (২২ জুন) প্রথম অফিস করতে পারেন।
আরও পড়ুন
দায়িত্ব দেওয়ার আট মাসের মাথায় দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। গত ২২ মে তিনি ছুটিতে যান। তার উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। নতুন সচিব দায়িত্ব নেওয়া পর্যন্ত আপৎকালীন সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রুটিন দায়িত্ব কাঁধে পড়ে রুহুল আলমের। গত ২৪ মে থেকে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করে আসছেন। প্রায় মাসখানেক দায়িত্ব পালন শেষে সম্মানজনক বিদায় নিয়ে ঘরে ফিরছেন রুহুল আলম।
রুহুল আলম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি ও করাচি মিশনে বিভিন্ন পদে ছিলেন তিনি।
অন্যদিকে, নতুন পররাষ্ট্রসচিব বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম যুক্তরাষ্ট্রের আগে অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি রাষ্ট্রাচারপ্রধানের দায়িত্ব পালন করেছেন।
এদিকে, বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি মাসে হাইকমিশনার হিসেবে তার নিয়োগের প্রস্তাব কানাডা সরকারের কাছে গেছে। কানাডা প্রস্তাবে সম্মতি জানালে অটোয়ার বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব পালন করতে যাবেন পেশাদার কূটনীতিক জসীম উদ্দিন।
পররাষ্ট্রসচিব হওয়ার আগে জসীম উদ্দিন চীন, কাতার এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
এনআই/এমএসএ
