৪ গাড়ি, এক মোটরসাইকেলকে ধাক্কা দিল বলাকা বাস

রাজধানীর মগবাজারে বলাকা বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি যানবাহন। মঙ্গলবার (৮ জুন) মগবাজার ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আব্দুল জব্বার জানান, সড়কে যানবাহনের চাপ কিছুটা বেশি ছিল। হঠাৎ করেই দেখলাম মগবাজার থেকে মৌচাকে যাওয়ার সময় বলাকা বাসটি একটি সাদা রঙের প্রাইভেট কারকে ধাক্কা দিয়েছে।
তিনি আরও বলেন, সেই ধাক্কায় সাদা গাড়িটি তার সামনে থাকা আরও চারটি গাড়িকে ধাক্কা দেয়। প্রাইভেটকারের ধাক্কায় এর বাম পাশের একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। মুহূর্তেই হই-হুল্লোড় ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এ ঘটনায় মোট ৪টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিএমপির হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই হারুন ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা শুনেছি বাসটি পেছন থেকে গাড়িগুলোকে ধাক্কা দিয়েছে। ঘটনাস্থলে থানার এসআই নিয়াজ উদ্দিন মোল্লা রয়েছেন। উনি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।

বলাকা বাস ও ক্ষতিগ্রস্ত গাড়িগুলো বর্তমানে ওয়্যারলেস এলাকায় রয়েছে।
এআর/এমএইচএস