সীতাকুণ্ডে মিনিবাসের চাপায় নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মিনিবাসের চাপায় কাজলী (৪৫) নামে এক হিজড়া নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজলী কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, মহাসড়কের বার আউলিয়া এলাকায় ভুক্তভোগী কাজলী রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি মিনিবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/এনএফ