আজও সচিবালয়ে বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫— বাতিলের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের ভেতর আবারও জমায়েত হয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা।
বুধবার (১৮ জুন) সচিবালয়ের ভেতরে বিক্ষোভ শেষে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বরাবর স্মারকলিপি দেওয়ার সময় এমন মন্তব্য করেন তারা।
আরও পড়ুন
পূর্বঘোষণা অনুযায়ী, কর্মচারীরা মিছিল করে সচিবালয়ের ছয় নম্বর ভবনের নিচে কিছুক্ষণ অবস্থান নেন। সেখানে তারা সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে একটি প্রতিনিধিদল উপদেষ্টা শারমীন এস মুরশিদ বরাবর স্মারকলিপি দিতে যায়।

এর আগেও তারা অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫' বাতিলের দাবিতে পবিত্র ঈদুল আজহার আগে থেকে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তারা বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করছেন।
এমএম/এমজে