কারাগারে সাবেক ১০৫ মন্ত্রী-এমপি

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ধর্ষকের সঙ্গে বিয়ের পরিণতি নির্যাতন, বিচ্ছেদ, মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জানা যায়, সে ধর্ষণের শিকার হয়েছিল। ধর্ষণে অভিযুক্ত তরুণ একই গ্রামের। ২০২৩ সালের শুরুর দিকের এই ঘটনায় কিশোরীর পরিবার ধর্ষণের অভিযোগে ওই তরুণকে আসামি করে মামলা করে। মামলা থেকে বাঁচতে কিশোরীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেয় তরুণের পরিবার। পরে তাঁদের বিয়ে হয়।
মেয়েটি প্রথম আলোকে বলে, বিয়ের পর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নির্যাতন করা শুরু করে। বেশ কয়েকবার মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভপাতের জন্য হাসপাতালে নিয়ে গেলে কৌশলে সে পালিয়ে বাবার বাড়ি চলে আসে। দুই বছর ধরে সে সন্তানসহ বাবার বাড়িতে থাকছে। স্বামী খোঁজ নেন না। মেয়েটি বলে, ‘বাচ্চার বয়স এখন দেড় বছর। পালাইয়া আইসা বাচ্চা বাঁচাইছি। তারা কয় বাচ্চা তারার না।’
বণিক বার্তা
মের চেয়ে জুনের ২১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত-মৃত্যু দ্বিগুণ
প্রতি বছর সাধারণত বর্ষা মৌসুমে দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। তবে গত কয়েক বছরে বর্ষার আগে ও পরে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। এমনকি শীত মৌসুমেও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু নতুন রেকর্ড গড়েছে। চলতি বছরও বর্ষার আগে আগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় ঊর্ধ্বমূখিতা দেখা যায়। অন্যদিকে সময়ের সঙ্গে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মে মাসের চেয়ে চলতি মাসের ২১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। লিঙ্গ বিবেচনায় নারীর তুলনায় পুরুষের আক্রান্ত ও মৃত্যু দুটোই বেশি।
কালের কণ্ঠ
আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে—এমন প্রত্যাশায় দেশজুড়ে ভোটের প্রস্তুতি চলমান। প্রতি আসনেই বিএনপির একাধিক প্রার্থী। শেষ পর্যন্ত দলের মনোনয়ন কে পাবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা। জামায়াতে ইসলামী গত বছরই দুই শতাধিক আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করে মাঠে নামিয়ে রেখেছে।
সমকাল
আউটসোর্সিংয়ে নিয়োগে ব্যাপক অনিয়ম-দুর্নীতি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২৮১ জনের নিয়োগের প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়ার আড়ালে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, আউটসোর্সিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ‘ট্রাস্ট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে। এই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, প্রতিটি পদের জন্য ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। সাইফুল ইসলাম নামের একজন বলেন, ‘টেকনিশিয়ান পদে চাকরির জন্য আমি এক কর্মকর্তাকে দুই লাখ টাকা দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত চাকরি পাইনি।’
আরও পড়ুন
কালের কণ্ঠ
টেকনাফের হোয়াইক্যং বাজার থেকে বাহারছড়ায় মাছ কেনার জন্য অটোরিকশায় রওনা দেন চারজন রোহিঙ্গা। বাজারে যাওয়ার আগেই হোয়াইক্যং-শামলাপুর সড়কের মাঝপথে অটোরিকশা আটকে চালকসহ অটোর এই চার যাত্রীকে আটক করে পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা। ওই সড়কে অপহরণের ঘটনাটি ঘটে গত ৩ জুন। দুই দিন পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।
আজকের পত্রিকা
কারাগারে সাবেক ১০৫ মন্ত্রী-এমপি
বিগত আওয়ামী লীগ আমলের শতাধিক সাবেক সংসদ সদস্য (এমপি) বর্তমানে কারাগারে। তাঁদের অধিকাংশই বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রীও রয়েছেন। তাঁরা হত্যা, হত্যাচেষ্টা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখে। কারও কারও বিরুদ্ধে রয়েছে কয়েক ডজন মামলা।
বিলুপ্ত দ্বাদশ সংসদের বাকি সদস্যরাও গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। অনেকে পাড়ি জমিয়েছেন বিদেশে। তাঁদের কেউ ভারতে, কেউ মালয়েশিয়ায়, কেউ যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে।
প্রথম আলো
বাড়তি আয়ের আশায় অনলাইনে বিনিয়োগ, ১০ দিনে কোটি টাকা খোয়ালেন ব্যাংক কর্মকর্তা
চাকরিতে বেতন ধরাবাঁধা। অনেকেই তাই চাকরির পাশাপাশি বাড়তি আয়ের পথ খোঁজেন। পুরান ঢাকার এক ব্যাংক কর্মকর্তাও আরেকটু সচ্ছলতার আশায় অনলাইনে বিনিয়োগ করেছিলেন। ৫ থেকে ১০ হাজার টাকা নয়; ১০ দিনের ব্যবধানে বিনিয়োগ করেছিলেন ১ কোটি ১০ লাখ টাকা। সেই টাকা নিয়ে চম্পট দিয়েছেন প্রতারকেরা।
গত ২১ মে লালবাগ থানায় অজ্ঞাত ওই প্রতারকদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা। তাঁর ভাষ্য, চাকরির পাশাপাশি বাড়তি আয়ের আশায় কথিত ‘আপওয়ার্ক ফ্রন্টডেস্ক–২০২৩’–এ গত বছরের ডিসেম্বরে কাজ শুরু করেছিলেন। শুরুর দিকে কয়েক দিন ওই প্ল্যাটফর্ম থেকে কয়েক হাজার টাকা ‘আয়’ও করেন। একপর্যায়ে তাঁকে কথিত আপওয়ার্কের অংশীদার হওয়ার প্রলোভন দেখানো হয়। সেই ফাঁদে পা দিয়ে তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এক কোটি টাকা ওই প্ল্যাটফর্মের কথিত পরিচালকদের দেওয়া ব্যাংক হিসাবে জমা দেন। পরে অংশীদার হওয়ার কাগজ পেয়ে দেখেন সেটি ভুয়া। প্রতারকদের মুঠোফোন বন্ধ।
বণিক বার্তা
একীভূত হতে চায় না এক্সিম ও এসআইবিএল
দেশের শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে একটি ব্যাংকে রূপান্তরের যে প্রক্রিয়া চলছে, সেটির সঙ্গে একমত নয় এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। এ দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। একীভূতকরণ প্রক্রিয়া থেকে বাঁচতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের নীতিনির্ধারকদের কাছে দৌড়ঝাঁপ করছেন তারা। এ বিষয়ে উচ্চ আদালতে মামলার প্রক্রিয়াও চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বণিক বার্তা
নয়া বন্দোবস্তের প্রত্যাশা পূরণ করতে পারছে না এনসিপি
রাজনীতিতে গুণগত পরিবর্তন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়ে গত ফেব্রুয়ারির শেষে আত্মপ্রকাশ ঘটে তারুণ্যনির্ভর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের বড় অংশের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটে নতুন এ দলটির, যার মূল কথা ছিল ‘ব্যবস্থা’র পরিবর্তন বা ‘নয়া রাজনৈতিক বন্দোবস্ত’। এমন প্রতিশ্রুতি উঠে আসে নয়া দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলীয় প্রধান নাহিদ ইসলামের ভাষণে। সেদিন তিনি বলেছিলেন, ‘এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথচলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার’। তবে তরুণদের গড়া দলটি নয়া বন্দোবস্তের প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
