নেপালের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেলের কাছে পরিচয়পত্র পেশ করেছেন নেপালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান।
সোমবার (২৩ জুন) রাষ্ট্রপতি ভবনে নেপালের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র করেন রাষ্ট্রদূত।
পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত শফিকুর রহমান রাষ্ট্রপতির কার্যালয় এবং নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উষ্ণ ও সদয় অভ্যর্থনার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
আরও পড়ুন
দূত হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে যোগ দিতে গত ১১ জুন নেপালে পৌঁছান পেশাদার কূটনীতিক শফিকুর রহমান। তিনি নেপালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ছিলেন।
এনআই/এসএসএইচ