জাতীয় ফল মেলার ফল লুটপাট : ভিডিও ভাইরাল

জাতীয় ফল মেলার শেষ দিনে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে আয়োজিত মেলায় ফল লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুন) সন্ধ্যার পর মেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু দর্শনার্থী স্টল ও প্রদর্শনীর ফল লুটে নেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭টার পর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও অনেক দর্শনার্থী তখনও মেলা প্রাঙ্গণে অবস্থান করছিলেন। একপর্যায়ে স্টলের সামনে সাজানো দেশি-বিদেশি নানা ফল দেখতে দেখতে কিছু মানুষ এগিয়ে গিয়ে হঠাৎ ফল তুলে নিতে শুরু করেন। এর পর মুহূর্তেই অন্য দর্শনার্থীরাও লুটপাটে যোগ দেন।
আরও পড়ুন
তবে ফল লুটের ঘটনায় এখন পর্যন্ত কৃষি মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এসব বিষয়ে মেলার আয়োজন কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু সঙ্গে ফোনে কথা বলতে চাইলে তিনি মিটিংয়ে আসেন বলে কল কেটে দেন।
লুটপাটের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলের ফল সংগ্রহের জন্য ভিড় করছেন শতাধিক মানুষ। এছাড়ার মেলার সামনে শাপলা ফুল আকৃতির ডিসপ্লেতে সাজানো নানা রকম ফল লুট হচ্ছে। কেউ ডাব, কেউ আনারস, কেউ আম, কেউ ড্রাগন ফল ব্যাগে ভরছেন। এ সময় মেলায় কর্মরত কর্মকর্তারা বাধা দিলেও কেউ তোয়াক্কা করেননি।
প্রসঙ্গত, ১৯ থেকে ২১ জুন পর্যন্ত তিন দিনব্যাপী ফল মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।
এমএসআই/এআইএস