ঢাকা মেডিকেলের পাশ থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৬৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ওই বৃদ্ধ নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইউব আলী বলেন, আমরা খবর পেয়ে জরুরি বিভাগের পাশ থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করি। পরে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
এসএএ/এমএসএ