গণসচেতনতাই করোনা প্রতিরোধের পথ : চসিক মেয়র

করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে গণসচেতনতাকে সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, গণসচেতনতা ছাড়া করোনা মোকাবিলা সম্ভব নয়। আগের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করলে, এবারও আমরা সফল হতে পারব।
বুধবার (২৫ জুন) চট্টগ্রাম নগরের হাজারী লেইনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে আয়োজিত এক সচেতনতামূলক পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় ডেঙ্গু ও করোনা প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মেয়র বলেন, বর্তমান করোনা ভ্যারিয়েন্টটি আগের চেয়ে অনেক বেশি সংক্রামক। এখন অবহেলার কোনো সুযোগ নেই। করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা জরুরি। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা দরকার।
চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের কথা জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চসিকের পক্ষ থেকে একটি নতুন আইসোলেশন সেন্টারও চালু করা হচ্ছে, যা আগামীকাল উদ্বোধন করা হবে।
বর্ষায় মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, একটি ডাবের খোসা বা বোতলে জমে থাকা অল্প পানিতেও এডিস মশার বংশ বিস্তার ঘটতে পারে। নাগরিকদের প্রতি অনুরোধ, প্লাস্টিক বা পলিথিন যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। এতে শুধু ডেঙ্গু নয়, জলাবদ্ধতাও রোধ করা যাবে।
আরও পড়ুন
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রাম সাম্যের শহর, সম্প্রীতির শহর। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে শহরের উন্নয়নে। এই ঐক্যই আমাদের শক্তি।
এমআর/এমএন