সাত দিনে সোয়া ৩ কোটি মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৩২৬

গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক হয়েছে ৩২৬ জন।
নৌ পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।
গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ২৯ লাখ ৭২ হাজার ১১৫ মিটার অবৈধ জাল, ৪ হাজার ৬৪২ কেজি মাছ, দুই হাজার পিস রেণু পোনা, ১১০ কেজি জেলিযুক্ত চিংড়ী জব্দ করা হয় এবং নদী থেকে ২৭৮টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়।
এই অভিযানে ৩২৬ আসামি গ্রেপ্তার করা হয় এবং ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।
জেইউ/এমএ