অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন, জানালেন উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিগত সরকারের সঙ্গে ভারতের যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যে রকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, বর্তমানে আমাদের সঙ্গে সেই ধরনের সম্পর্ক নেই।
ভারতের সঙ্গে শীতল সম্পর্কের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (২৬ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক শীতল— এটি আমি বলতে চাই না। এটি একটি রি-অ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটিকে সেভাবেই দেখি। আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই।
আরও পড়ুন
কোথায় রি-অ্যাডজাস্টমেন্ট হচ্ছে— জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা সত্যিটাকে স্বীকার করি, বিগত সরকারের সঙ্গে ভারতের যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যে রকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সঙ্গে বর্তমান সম্পর্ক সেই ধরনের নেই। কাজেই এটিকে আমি রি-অ্যাডজাস্টমেন্ট বলছি।
পররাষ্ট্র মন্ত্রণালয় মূল ফোকাস বা মূল ফোকাল পয়েন্ট নয়— এ ধরনের সমালোচনা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়ে আমি কোনো কথা বলব না। আমি যদি এখন একটি কথা বলি, আরেকটি বিতর্ক তৈরি হবে। এর প্রয়োজন নেই।
রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। তার বর্তমান স্ট্যাটাস কী— জানতে চাইলে তিনি বলেন, উনি এখানে এ পদে যোগ দেননি। এটুকু আমি বলতে পারি।
তার নিয়োগ বাতিল হয়েছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু বললাম, এটি বর্তমান অবস্থা।
এনআই/এমজে