ঋণ কেলেঙ্কারি : আসামি পিকে হালদার ও সাদ-মুসা গ্রুপের মালিকসহ ২৬ জন

সাড়ে ৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদার এবং সাদ-মুসা গ্রুপের মালিক ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিনসহ ২৬ জনের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ জুন) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
প্রথম মামলায় ২৫ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার অভিযোগে বলা হয়, ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা যাচাই না করে, ব্যবসা ও গুদাম পরিদর্শন না করে, এমনকি কোনো জামানত ছাড়াই ঋণের আবেদন জমা দেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে এই অর্থ প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার না করে গ্রাহকের অন্যান্য ঋণ পরিশোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেয়ারিংয়ের মাধ্যমে ২০ দশমিক ৫২ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
দ্বিতীয় মামলার অভিযোগ বলা হয়েছে, একইভাবে প্রতারণার মাধ্যমে মাত্র পাঁচ দিনের ব্যবধানে ৩৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়, যা পরবর্তীতে প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার না করে গ্রাহকের অন্যান্য ঋণ সমন্বয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে ২৯ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
আরও পড়ুন
দুই মামলার আসামিদের মধ্যে মোহাম্মদ মোহসিনের স্ত্রী ও মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের চেয়ারম্যান শামীমা নারগিসও রয়েছেন বলে জানা গেছে।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ৫(২) এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন ৪(২)(৩) ধারায় দায়ের হয়।
আরএম/এমএন