মাদ্রাসার পাঁচ তলার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে নুরানী মাদ্রাসার ছাদ থেকে নিচে পড়ে জান্নাত আক্তার (২০) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা মাদ্রাসার শিক্ষক মো. আদনান মাহমুদ জানান, জান্নাত নূরানী ট্রেনিং সেন্টার মাদ্রাসার শিক্ষার্থী। গতরাতে ওই মাদ্রাসার পাঁচতলার ছাদে গেলে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার পশ্চিম নামাপাড়া গ্রামে। বর্তমানে সে ওই মাদ্রাসায় থাকত।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/এমএ