রাঙ্গুনিয়া যুবলীগের সাবেক সভাপতি আটক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) গভীর রাতে নগরের পাহাড়তলী থানা পুলিশ তাকে নগরীর সরাইপাড়া এলাকা থেকে আটক করেছে বলে জানা গেছে।
জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর আরজু সিকদারের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে একাধিক মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা আরজু সিকদার দুই মেয়াদে দীর্ঘ বছর রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। সর্বশেষ উত্তরজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মনোনীত হয়েছিলেন।
আরও পড়ুন
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আরজু সিকদারকে আটকের পর পাহাড়তলী থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন। রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা তদন্তে রয়েছে। তার ব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
আরএমএন/এমএসএ